বিবিসির সাথে গানগল্প

16 Apr 2023

শিল্পী জামালউদ্দিন নাসিরের পরিচিতি শুধু নাসির নামেই। জন্ম যশোরের নড়াইলে আর বেড়ে ওঠা খুলনায়।

বিবিসির সাথে গানগল্প

শিল্পী জামালউদ্দিন নাসিরের পরিচিতি শুধু নাসির নামেই।

জন্ম যশোরের নড়াইলে আর বেড়ে ওঠা খুলনায়।

১৯৮৬ সনে যুক্ত হন খুলনার পরিচিত ব্যান্ড ‘ইভস’ এর সাথে।

ব্যান্ডটির ভোকালিস্ট হিসেবে ক্রমেই তৈরি হয় পরিচিতি।

কিন্তু নানান সমস্যায় ১৯৯৩ সালে ভেঙ্গে যায় ব্যান্ডটি।

এর পর ২৭টি একক এবং ৫০টির বেশি মিশ্র অ্যালবামে কাজ করেন নাসির।

তবুও ব্যান্ড-এর টানে আবার নতুন করে গঠন করেন ‘নিউ ইভস’।

গান করার ক্ষেত্রে খুব বেশি বাছবিচার করেন না তিনি।

দেশাত্মবোধক, আধুনিক, গজল, ফোক, সবধরনেরই গান করেন নাসির।

তাঁর গানের ক্যারিয়ারে এমন অনেক হয়েছে যে প্রত্যাশিত গান সাফল্য পায়নি কিন্তু অপ্রত্যাশিত গান হিট হয়েছে।

এসব নানান প্রসঙ্গেই বিবিসির গান-গল্পে কথা বলছেন শিল্পী নাসির।

তাঁর সাথে কথা বলছেন অর্চি অতন্দ্রিলা।

 

NEWS LINK: বিবিসির সাথে গানগল্প

Share