'আমি আসতে পারি যখন তখন বাসতে তোমায় ভালো তুমি দরজা খোলা রেখো শুধু
'আমি আসতে পারি যখন তখন
বাসতে তোমায় ভালো
তুমি দরজা খোলা রেখো শুধু
হোকনা আধার কালো
আমি অন্ধকারে তোমার চোখে
জ্বালবো সুখের আলো। '
বাংলা গানের ডিজিটাল লাইব্রেরি খ্যাত ফেসবুকের জনপ্রিয় পেইজ 'আশিক মিউজিক' এর উদ্যোগে ৮০/৯০ দশকের জনপ্রিয় কিন্তু যারা একটু আড়ালে চলে গিয়েছেন এমন ২৪ জন ব্যান্ড তারকার নতুন গানের মিক্সড অ্যালবামে ৯০ দশকের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড 'নিউ ইভস' এর ভোকাল জামাল উদ্দিন নাসের বাকীউল আলমের কথা ও নিজের সুরে এই গানটি করেছেন।
ইতিমধ্যে বেশকিছু টিভি লাইভে গানটি করার পর ব্যাপক সাড়া পড়েছে। যদিও জামাল উদ্দিন নাসের নামে খুব কম মানুষের কাছে তিনি পরিচিত।