Hello

I am the National Singer of Bangladesh

image

About Me

Md Jamal Uddin Nasir, also known as Nasir, is a highly acclaimed National Singer of Bangladesh Television, Radio, Film, and Audio Albums. Born in Narail and raised in Khulna, Nasir developed a passion for music at an early age. He was introduced to music by his elder sister and started learning Rabindra Sangeet from her.

With a strong desire to pursue his passion for music, Nasir began listening to songs on the radio and attempted to imitate them. In 1991, he started his singing career and soon became a household name in Bangladesh. He is known for his soulful voice and versatile singing style, which has won the hearts of millions of fans across the globe.

Nasir's musical journey started with his first released solo album "Nodi" in 1998, which became a massive hit and sold over 8 million copies worldwide. Since then, he has released 27 solo albums, 50+ duets, and mixed albums, comprising of a total of 1500 songs. His popular songs include "Nodir Dheuer Pore Dheu," "Jantam Jodi," "Mayer Gaan," "Amar Moyna Pakhi Koyna Kotha," "Raj Kumari," "Tume Valobasha Nai Jodi Dao," "Emne Marish Na," "Tomar Moner Majhey," and "Posha Pakhi."

Nasir's contribution to the music industry has been recognized with numerous awards, including the Television Dorshok (TDF) award in 2003 and 2005. He has also performed on numerous stages worldwide, captivating audiences with his melodious voice and mesmerizing performances.

Nasir's dedication to his craft and his passion for music have made him one of the most prominent and beloved figures in the music industry in Bangladesh and beyond. He continues to inspire aspiring singers and music lovers with his exceptional talent and contribution to the world of music.

I am the National Singer of Bangladesh Television, Radio, Film, Audio Albums and worldwide stage performer. I started my singing career in 1991.

#nasir | #singernasir |#nasirsong |#banglasong |#shorts | #nasirshorts

#nasir | #singernasir |#nasirsong |#banglasong |#shorts | #nasirshorts

#nasir | #singernasir |#nasirsong |#banglasong |#shorts | #nasirshorts

#nasir | #singernasir |#nasirsong |#banglasong |#shorts | #nasirshorts

#nasir | #singernasir |#nasirsong |#banglasong |#shorts | #nasirshorts

#nasir | #singernasir |#nasirsong |#banglasong |#shorts | #nasirshorts

Elaboti Shono Kotha | ইলাবতি শোন কথা | Bangla Song | Nasir | নাসির | New Music Video 2023

Elaboti Shono Kotha | ইলাবতি শোন কথা | Bangla Song | Nasir | নাসির | New Music Video 2023

#nasir | #singernasir |#nasirsong |#banglasong |#shorts | #nasirshorts

#nasir | #singernasir |#nasirsong |#banglasong |#shorts | #nasirshorts

#nasir | #singernasir |#nasirsong |#banglasong |#shorts | #nasirshorts

#nasir | #singernasir |#nasirsong |#banglasong |#shorts | #nasirshorts

POrtfolios

Latest Blog

Want to spread bangla songs across the globe: Singer Nasir

Music is my life, music is my soul and I wish to be with music till my last breath, said singer Nasir, a popular singer of 90s. While talking to this correspondent, he expressed his own dream and current reality of music industry of Bangladesh.

Md Jamal Uddin Nasir popularly known as Nasir was born in Narail and spent his childhood in Khulna. He started learning music from his elder sister. He learnt Rabindra Sangeet from his sister. Besides, he used to listening songs in radio and tried to imitate these.  

Later, he took lessons on music from Ustad Sadhan Sarker at a local academy named 'The School of Music'.He started his journey in music industry through his first album Vangchur Prem in 1990.

Several songs such as Bonnera bone roy and tumi ei buke became very much popular among audiences. Over two thousand songs sung by Nasir have been released on various platforms. Of them, some songs have gained immense popularity. Besides, Nasir has more than thirty songs to release. Currently, he is busy with his YouTube channel and other companies with music work.

His some popular songs are- Nodi, valobese keno sheshe, kishoree, rajkumari, ekdin sob chere, o sokhina, emne marish na, koster baluchore, indur babaji, ja kichur hobar etc. 

Apart from audio songs, Nasir has sung songs for some films, which have gained huge popularity among audiences. When asked about his music life, Nasir said, "Music is my meditation. I wish to stay with music as long as I live." "If Allah wishes I will release some songs in 2023 in phases", he said.

He urged the audiences to listen more Bengali songs so that our music industry can flourish like Indian music industry.

 

NEWS LINK: Want to spread bangla songs across the globe: Singer Nasir

বিবিসির সাথে গানগল্প

শিল্পী জামালউদ্দিন নাসিরের পরিচিতি শুধু নাসির নামেই।

জন্ম যশোরের নড়াইলে আর বেড়ে ওঠা খুলনায়।

১৯৮৬ সনে যুক্ত হন খুলনার পরিচিত ব্যান্ড ‘ইভস’ এর সাথে।

ব্যান্ডটির ভোকালিস্ট হিসেবে ক্রমেই তৈরি হয় পরিচিতি।

কিন্তু নানান সমস্যায় ১৯৯৩ সালে ভেঙ্গে যায় ব্যান্ডটি।

এর পর ২৭টি একক এবং ৫০টির বেশি মিশ্র অ্যালবামে কাজ করেন নাসির।

তবুও ব্যান্ড-এর টানে আবার নতুন করে গঠন করেন ‘নিউ ইভস’।

গান করার ক্ষেত্রে খুব বেশি বাছবিচার করেন না তিনি।

দেশাত্মবোধক, আধুনিক, গজল, ফোক, সবধরনেরই গান করেন নাসির।

তাঁর গানের ক্যারিয়ারে এমন অনেক হয়েছে যে প্রত্যাশিত গান সাফল্য পায়নি কিন্তু অপ্রত্যাশিত গান হিট হয়েছে।

এসব নানান প্রসঙ্গেই বিবিসির গান-গল্পে কথা বলছেন শিল্পী নাসির।

তাঁর সাথে কথা বলছেন অর্চি অতন্দ্রিলা।

 

NEWS LINK: বিবিসির সাথে গানগল্প

How singer Nasir passing days

Popular singer Nasir started his career in music with a Bengali band titled Eves in 1989. His audio album titled Bhangchur Prem was super hit and after that he didn’t have to look back anymore. Nasir released his first solo album from DP Productions after the Eves band broke up in 1995.

He released some other hit albums like Tumi Aamari, Chandromukhi, Chitar Agun, etc. In the meantime, he has signed a contract with music production house, Sangeeta and released 18 consecutive albums and 50 mixed and duet cassettes from the company. When the album Nodi became a hit in 2002, his position became more mature in the music world of the country.


Nasir has opened a YouTube channel titled Singer Nasir, which has about 3 lakh subscribers. He has a page on Facebook titled Singer Nasir and a website called singernasir.com. He is still making music videos. He has done a lot of works in 2021. He has already recorded some songs and will make videos of them after the ongoing lockdown. He hopes that he can be able to release some new music videos in 2022. He asked for blessings from the audience.

 

News Link: How singer Nasir passing days

নব্বইয়ের দশকের জনপ্রিয় এই ব্যান্ড গায়ক হাজির নতুন গান নিয়ে

পুরো নাম জামাল উদ্দিন নাসের। তবে নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড ‘ইভস’-এর ভোকাল নাসির নামেই তিনি বেশি পরিচিত। সেই সময় ব্যান্ডের হয়ে তাঁর গাওয়া ‘বন্যেরা বনে রয়’, ‘ভাঙচুর প্রেম’, ‘যেতে চাই আমি ওই নিরালায়’সহ বহু গান জনপ্রিয়তা পায়। ১৯৯৪-৯৫ সালের দিকে ব্যান্ড ছাড়েন এই গায়ক। এর পর থেকে একক গায়ক হিসেবেই গেয়ে আসছেন তিনি।


তবে একক ক্যারিয়ার শুরুর পর গায়কের অনেক ভক্ত-শ্রোতাই পুরোনো সেই ব্যান্ডের নাসিরকে মিস করছিলেন। অনেক দিন পর এবার পুরোনো ধাঁচে গান করলেন নাসির। রাজধানীর একটি স্টুডিওতে ‘তোমাকে পাবার নাই উপায়’ শিরোনামের গানটি রেকর্ড হয় গত বুধবার।

নতুন গাইতে গাইতে নাসিরের মনে হয়েছে যেন সেই নব্বইয়ের দশকেই ফিরে গেছেন

নতুন গাইতে গাইতে নাসিরের মনে হয়েছে যেন সেই নব্বইয়ের দশকেই ফিরে গেছেন

নতুন গান প্রসঙ্গে নাসির বলেন, ‘এখন আমি ফোক ও আধুনিক গান বেশি করি। হঠাৎ করেই একটু অন্য আঙ্গিকে এ গান করলাম। অনেক দিন পর ব্যান্ডের আদলে গাইলাম। বেশ ভালো লেগেছে। গাইতে গাইতে মনে হয়েছে যেন সেই নব্বইয়ের দশকেই ফিরে গেছি। মনে হয়েছে, নিজের বয়সও যেন অনেকটা কমে গেছে। একটা রক ভাব আছে গানটিতে। বেশ উঁচু স্কেলে গেয়েছি। গানটির কথা হাতে পাওয়ার পর গুনগুন করে গাওয়ার চেষ্টা করছিলাম। তখনই মনে হয়েছিল, এখন যে ধারার গান চলছে, তার বাইরে গিয়ে আলাদা করে এই গানটি করা সম্ভব। সুর-সংগীতও দারুণ হয়েছে।’

 

শুটিংয়ের ফাঁকে গায়ক, গীতিকার ও সুরকার

গানটি গাওয়ার পর ভীষণ নস্টালজিক হয়ে পড়ার ঘটনাও জানালেন নাসির, ‘গাওয়ার পর যখন নিজে শুনছিলাম, অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম। এই সময়ের শ্রোতাদের কাছে নতুন স্বাদ দেবে গানটি।’


একক শিল্পী হিসেবে নাসিরের কণ্ঠে ‘কিশোরী’, ‘নদীর ঢেউয়ের পর ঢেউ’, ‘একদিন সব ছেড়ে চলে যাব’সহ অনেক গানই আলোচনায় এসেছে।

এখন  একক শিল্পী হিসেবেই গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন

আবার ব্যান্ডে ফিরবেন কি না, জানতে চাইলে এই গায়ক বলেন, ‘মনে হয় আর ব্যান্ডে ফেরা হবে না। কারণ, এখন আমি একক শিল্পী হিসেবে গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’


তবে একক গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও বিভিন্ন স্টেজ শো, টিভি শো করতে গেলে দর্শকদের কাছ থেকে ‘ইভস’ ব্যান্ডের সেসব জনপ্রিয় গানের অনুরোধ আসে। নাসির বলেন, ‘শো করতে গেলে অনেকই “বন্যেরা বনে রয়” কিংবা “ভাঙচুর প্রেম”সহ ব্যান্ডের অনেক জনপ্রিয় গান গাওয়ার অনুরোধ করেন। তখন প্রস্তুতি না থাকলেও দর্শককে খুশি করতে অন্তত গানের মুখ বা একটা অন্তরা গাইতে হয়।’


‘তোমাকে পাবার নাই উপায়’ গানটির কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ, সুর ও সংগীত করেছেন সাদ শাহ।


নাসির জানালেন, গানটির মিউজিক ভিডিওর প্রস্তুতি চলছে। তাঁর নিজের ইউটিউব চ্যানেল থেকেই ভিডিওটি প্রকাশ পাবে।

বাজেট না বাড়ালে কাজই করবো না: নাসির

কণ্ঠশিল্পী নাসিরের কথা মনে আছে? দুই যুগ আগের তুমুল ব্যস্ত শিল্পী ছিলেন তিনি। ‘একাকি আছি পড়ে’, ‘নদী’, ‘আমার বুকে যত দুঃখ আছে’,‘যখন তোমার কেউ ছিল না’, ‘রাজকুমারী’, ‘ওরে ও কিশোরী’ এমন বহু জনপ্রিয় গান তিনি গেয়েছেন। এক ডজনের মতো সিনেমাতেও গেয়েছেন। ২৭ টি একক অ্যালবাম ও ৬০টির বেশি মিশ্র অ্যালবাম বাজারে এসেছিল নাসিরের।

আগের মতো অ্যালবামের রীতি নেই বিধায় নাসির নিজেও ঝুঁকেছেন মিউজিক ভিডিওর দিকে। কয়েক বছরে তার গোটা দশেক মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। নতুন পাঁচটি মিউজিক ভিডিও প্রকাশের অপেক্ষায় আছে। সর্বশেষ ‘পোষা পাখি’ শিরোনামের গান ভিডিও এসেছে ফেব্রুয়ারিতে। তবে, নাসিরের মূল ব্যস্ততা স্টেজ শো ও টেলিভিশন লাইভ নিয়ে।

চ্যানেল আই অনলাইনের  সঙ্গে আলাপে শিল্পী নাসির বলেন, আমার গান দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে একটি মিউজিক প্রোডাকশন হাউজ। কিন্তু একটা গানের মিউজিক ভিডিও করতে গিয়ে বাজেট পাঁচ লাখ খরচ করে না। তারা এক-দুই লাখ টাকার মধ্যে কাজ সারতে চায়। এজন্য আমার মনে জেদ এসেছে। বাজেট না বাড়ালে কাজ করবো না। ওই বাজেটে কাজ করলে কাজ ভালো হবে না।

তিনি বলেন, একটা ভালো মিউজিক ভিডিও করতে গেলে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে। সৈকত রেজা, সৈকত নাসির, তানিম রহমান অংশু, চন্দন রায় চৌধুরী-এর মতো নির্মাতা খুব ভা্লো মিউজিক ভিডিও বানান। এছাড়া ধ্রুব মিউজিকের সঙ্গে কাজ করতে চাই। কারণ তারা সময় ধরতে জানে। গান ও শিল্পীকে প্রমোট করার চেষ্টা করে। সারাজীবন তো এখান থেকে পয়সা আসবে। এখন মিউজিক ভিডিও ছাড়া কোনো গান হচ্ছে না। আগে অডিও ছাড়া হতো। একটা ছবি দিয়ে গান ছেড়ে দেয়া হতো। কিন্তু তখন যদি ভিডিও করে ছাড়া যেত আরো লাভ হতো। এখন ভিডিও ছাড়া গান হচ্ছে না। গান পুরোপুরি চলে গেছে ইউটিউবে।

নাসির আরো বলেন, আগের মতো গান জনপ্রিয়তা পাচ্ছে না। কারণ, আগের সেইসব গীতিকার, সুরকারদের প্রমোট করা হচ্ছে না। মিউজিক কোম্পানিগুলো ওইসব গীতিকার, সুরকারদের ডাকে না। স্বস্তা কথা আর বস্তা পচার গান দিয়ে রাতারাতি হিট করে পয়সা কামানোর প্রবণতা বেড়েছে। কিন্তু ভালো গান করতে গেলে ভালো গীতিকার, সুরকার ডাকতে হবে, তাহলে গান ভালো হবে।

তিনি বলেন, অর্থের লোভ কমাতে হবে। কাজ ভালো হলে পয়সা এমনিতেই আসবে। বাংলাদেশে খারাপ মিউজিক হয় না। আমাদের মিউশিয়ানরা অনেক স্ট্যান্ডার্ড। আন্তর্জাতিকভাবে সমান্তরাল ভাবে তারা কাজ জানেন। মানুষের রুচির যে পরিবর্তন এসেছে সেটাকে প্রাধান্য দিতে হবে।

গানের অ্যালবাম, মিউজিক ভিডিও ছাড়াও নাসির সিনেমার গান গেয়েছিলেন, সেটা এক দশক আগে কথা। তিনি বলেন, ‘প্রেমের তাজমহল’, ‘টাকার নাম বাবা’, ‘ধ্বংস’ ছাড়াও ১৫-২০ টির মতো সিনেমায় গেয়েছি। তা প্রায় ১০ বছর আগে। প্রথম কথা হলো সিনেমার গানের জন্য এখন কেউ ডাকে না। দ্বিতীয়ত, পারিশ্রমিক কম। একযুগ আগে এক গান গেয়ে অডিও অ্যালবামের জন্য ৩০-৩৫ হাজার টাকা পেতাম। কিন্তু সিনেমায় গাইলে ৩ হাজার টাকা দিত। এজন্য দিনে দিনে আগ্রহ কমে যায়।

News Link

গানের পথে এখনও ছুটে চলেছেন নাসির

'আমি আসতে পারি যখন তখন
বাসতে তোমায় ভালো
তুমি দরজা খোলা রেখো শুধু
হোকনা আধার কালো
আমি অন্ধকারে তোমার চোখে
জ্বালবো সুখের আলো। '

বাংলা গানের ডিজিটাল লাইব্রেরি খ্যাত ফেসবুকের জনপ্রিয় পেইজ 'আশিক মিউজিক' এর উদ্যোগে ৮০/৯০ দশকের জনপ্রিয় কিন্তু যারা একটু আড়ালে চলে গিয়েছেন এমন ২৪ জন ব্যান্ড তারকার নতুন গানের মিক্সড অ্যালবামে ৯০ দশকের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড 'নিউ ইভস' এর ভোকাল জামাল উদ্দিন নাসের বাকীউল আলমের কথা ও নিজের সুরে এই গানটি করেছেন।


ইতিমধ্যে বেশকিছু টিভি লাইভে গানটি করার পর ব্যাপক সাড়া পড়েছে। যদিও জামাল উদ্দিন নাসের নামে খুব কম মানুষের কাছে তিনি পরিচিত।

রেস্টুরেন্ট খুললেন নব্বই দশকের জনপ্রিয় গায়ক নাসির

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড ‘নিউ ইভস’র ভোকাল জামাল উদ্দিন নাসের। এই নামে খুব কম মানুষই চেনে তাকে। ‘বন্যেরা বনে রয়’, ‘ভাঙচুর প্রেম’, ‘নদী’ ইত্যাদি তুমুল জনপ্রিয় গানের শিল্পী ‘নাসির’ নামেই জনপ্রিয় তিনি।

 

গানকে ভালোবেসেছিলেন সেই স্কুল জীবন থেকেই। তাই গানকেই প্রাণে ধারণ করে আছেন। ক্যাসেট-সিডিতে গানের দিন ফুরানোর পর নতুন গানে তেমন নিয়মিত নন তিনি। দেশ-বিদেশে শো আর টিভিতে নানা অনুষ্ঠানে দেখা মেলে তার।

 

সম্প্রতি নাসির একটি রেস্টুরেন্ট খুলেছেন রাজধানীর ঝিগাতলায়। ‘ভোজন বাড়ী’ নামের রেস্তোরাঁটিতে বাংলা খাবারসহ নানা রকম মুখরোচক খাবার পাওয়া যায়। ‘রুচিশীল খাবারের প্রতিশ্রুতি’ স্লোগানে এই রেস্তোরাঁয় নানা অনুষ্ঠানের জন্য খাবারও অর্ডারও করা যায়, পাওয়া যায় ক্যাটারিং সার্ভিস।

 

রেস্তোরাঁ প্রসঙ্গে নাসির বলেন, ‘গান আমার প্রাণ। জীবনে যা কিছু অর্জন করেছি সবই গান করে। তবে ব্যবসায়ের প্রতিও একটা ঝোঁক ছিলো। অনেক ভেবে রেস্তোরাঁটি খুলেছি। এই শহরের মানুষ খেতে ভালোবাসে। কিন্তু ভালো মানের খাবার, বিশ্বস্ত রেস্তোরাঁর খুব অভাব। আমি একজন শিল্পী মানুষ। ভালো মানের ও পুষ্টিযুক্ত বিশুদ্ধা খাবার সরবরাহ করাটাকে বিশেষ দায়িত্ব মনে করেছি। তাই নিজেই রেস্টুরেন্ট চালু করলাম।’

 

তিনি জানান, এরইমধ্যে ঝিগাতলাবাসীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ‘ভোজন বাড়ী’ রেস্তোরাঁটি। এর ঠিকানা ঝিগাতলার ৪৩/ সি।

 

প্রসঙ্গত, নড়াইল জেলাতে জন্ম হলেও বাবার চাকরির সুবাদে সেই ছোটবেলাতেই খুলনা শহরে বেড়ে ওঠা নাসিরের। স্কুলজীবন থেকেই গানের সঙ্গে যুক্ত। কলেজ জীবনে প্রবেশের পর বিভিন্ন অনুষ্ঠানে গাইতে গাইতে খুলনা শহরে পরিচিতি পান।

 

News Link